• মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ||

কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

প্রকাশ:  ১৬ জুন ২০২৪, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক

জেলা শহরে আগামীকাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঈদের প্রধান জামাত পরিচালনা করবেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। আবহাওয়া বৈরীতা থাকলে ঈদগাহের বিকল্প স্টেডিয়ামের জিমনেশিয়ামে নামাজ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বাসসকে বলেন, কুমিল্লায় ঈদুল আযহা সুন্দর ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করবেন। মহাসড়ক ও বাসাবাড়ির নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তাদের কার্যক্রমে সতর্কভাবে সচেষ্ট থাকবেন। তবে সেজন্য নগরবাসী নিজেদেরকেও ঈদ চলাকালীন সময়ে নগরীর নিরাপত্তা ও বাসাবাড়ির নিরাপত্তায় সচেতন হতে হবে। আগের ঈদের মতো এবারো নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান থাকবে।

কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্য মতে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশলাইন্স জামে মসজিদে সকাল ৮টা, রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, রেইসকোর্স নূর মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, দারোগাবাড়ি জামে মসজিদ সকাল ৮টা ৩০ মিনিট, ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ সকাল ৮টা ৩০ মিনিট, কেন্দ্রীয় কারাগার ঈদগাহ ৭টা, কালিয়াজুরি বড় মসজিদে প্রথম জামাত ৭ টায়, জানুমিয়া জামে মসজিদ সকাল ৮টা, মুন্সীবাড়ি জামে মসজিদ সকাল ৮টা, আড়াইওড়া শাহী ঈদগাহ সকাল ৮টা, দূর্গাপুর দিঘীর পাড় ঈদগাহ সকাল ৮টা, কাসেমুল উলুম মাদ্রাসা সকাল ৮টা, বাগিচাগাও বড় মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, রাণীর বাজার জামে মসজিদ সকাল ৭টা ৩০ মিনিট, শাহসুজা জামে মসজিদ সকাল ৮টা অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহা,ঈদের নামাজ,কুমিল্লা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close