• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি, অভিযুক্ত আটক

প্রকাশ:  ২৬ জুলাই ২০২৩, ০২:২২ | আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০২:২৫
পূর্বপশ্চিম ডেস্ক

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ।

আটক ব্যক্তির নাম আবু আহমেদ। তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, আটক আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জ এলাকায় রাখা হয়েছে।

তিনি বলেন, “হিরো আলমকে হুমকি দেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”

এর আগে, সোমবার এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

ওসি আওলাদ হোসেন বলেন, “অপরিচিত একটি ফোন নম্বর থেকে কল করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বুড়িগঙ্গা নদীতে ফেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

হিরো আলম জিডিতে উল্লেখ করেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাত দিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিরো আলম ঢাকার বনানী এলাকার একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন।

হিরো আলম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close