• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘স্বাধীনতার বিপক্ষের সব অপচেষ্টা রুখে দিতে হবে’

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৪
নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার বিপক্ষের সব অপচেষ্টা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, স্বাধীনতার সময় থেকে দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ স্বাধীনতার পক্ষে, অপরটি স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার বিপক্ষের লোকেরা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠেন। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। স্বাধীনতার বিপক্ষের সব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য যুদ্ধ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা প্রচারে এগিয়ে আসতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খাদ্যমন্ত্রী,সাধন চন্দ্র মজুমদার,অপচেষ্টা,স্বাধীনতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close