• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে ফিরেছেন প্রায় ষাট হাজার হাজি

প্রকাশ:  ০৪ আগস্ট ২০২২, ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫০ হাজার ৯৮৪ জন হাজি। ১৪১ টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৬ টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৮ টি।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত ২টায় হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে আরও জানানো হয়েছে, ‘বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১৩৫ ফ্লাইটের হাজিগণ ০৪ আগস্ট স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৩৬ ফ্লাইটযোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।'

এরআগে পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ৮ জুলাই। এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।

এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

পূর্বপশ্চিম/ম

হাজি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close