• বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

প্রকাশ:  ২০ মে ২০২২, ১৭:৫৩ | আপডেট : ২০ মে ২০২২, ১৭:৫৫
নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ মে) আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

পৃথক আরেক আবহাওয়ার সতর্ক বার্তায় ১২টি অঞ্চলে নৌ-সতর্কতা জানিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের ১২টি অঞ্চলে ২ নম্বর নৌ-সতর্কতা জারি করা হয়েছে। এ সময়ে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মর্তবান উপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হ্রাস,দিন,তাপমাত্রা,বিজ্ঞপ্তি,আবহাওয়া অধিদপ্তর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close