• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

প্রকাশ:  ০১ এপ্রিল ২০২২, ১৫:২১
অনলাইন ডেস্ক

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩ ডিসেম্বর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে তার হার্ট অ্যাটাকও হয়। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।

পূর্বপশ্চিম/এনএন

আবৃত্তিশিল্পী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close