• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আবৃত্তিশিল্পী হাসান আরিফ

প্রকাশ:  ০৮ জানুয়ারি ২০২২, ১৮:২২ | আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:২৯
নিজস্ব প্রতিবেদক

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

শনিবার (৮ জানুয়ারি) নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সবার কাছে দোয়া চেয়েছেন হাসান আরিফের জন্য। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হাসান আরিফ ভালো নেই। আজ সকালে আইসিইউতে তার হার্ট অ্যাটাক হয়েছে। প্রার্থনা তার আরোগ্যের জন্য।’

জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে অর্থাৎ লাইফ সাপোর্টে রয়েছেন দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। গত ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসান আরিফের অক্সিজেন লেভেলে জটিলতার কারণে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

জানা গেছে, হাসান আরিফের দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলো ভালো আছে। কিন্তু অক্সিজেন জটিলতার কারণে অন্য অর্গানগুলোতে চাপ পড়ছে বেশি। এতে অন্য অর্গানগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়েছে। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন। হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী।

পূর্বপশ্চিম- এনই

হাসান আরিফ,আবৃত্তি শিল্পী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close