• বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শরীফ উদ্দিন

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক

চাকরি ফিরে পেতে হাইকোর্টে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য বরখাস্ত উপ সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। একই সঙ্গে তিনি প্রভাবশালীদের হুমকিতে রয়েছেন বলেও জানিয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

মো. শরীফ উদ্দিন বলেন, আমি প্রথমে আমার বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে কমিশনের কাছে আদেশ রিভিউ আবেদনের চেষ্টা করব। দ্বিতীয়ত, আমি হাইকোর্টে আপিল করব এই বলে, আমাকে যে চাকরি বিধি অনুযায়ী অপসারণ করা হয়েছে, সেটা অসাংবিধানিক। যা সংবিধানের ১৩৫ আর্টিকেলকে কাভার করে না। আমি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। আমি সেই অধিকার পাওয়ার জন্য আপিল করব।

তিনি বলেন, দুদকে আমার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে তারা সবাই আসামি। যাদের গ্রেপ্তার করেছি। আসামিরা বাঁচার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ দিবেই, সেজন্য সত্যতা যাচাই না করেই চাকরি থেকে বরখাস্ত করতে হবে? আমাকে আটকাতে পারলে আসামিদের লাভ। কেননা তখন আর তাদের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে না।

শরীফ আরো বলেন, পটুয়াখালীর সজেকায় আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি ১০০ কোটি টাকার মালিক। অথচ আমি সেখানে মাত্র ৮ মাস ছিলাম। তাও ওএসডি অবস্থায়। কোনো অনুসন্ধান ও তদন্তের ফাইল আমাকে দেওয়া হয়নি। আমি ১০০ কোটি টাকা কিভাবে আয় করলাম? বর্তমানে গুম আতংকে আছি। এর আগেও পরিবারসহ হত্যা হুমকিতে থানায় জিডি করতে হয়েছে আমাকে।

গত ১৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করার কথা বলা হয়।


পূর্বপশ্চিম/এসকে

দুদক,শরীফ উদ্দিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close