• বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

নিজেদের মারামারি ও ব্যাকটেরিয়া সংক্রমণে ৯ জেব্রার মৃত্যু!

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৭ | আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৫
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা যাওয়া ৯ জেব্রার রহস্যজনক মৃত্যুর কারণ জানিয়ে পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানিয়েছেন, মৃত জেব্রাগুলোর মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে চারটি এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে পাঁচটির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে জেব্রাগুলোর মৃত্যু নিয়ে বিশেষজ্ঞ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে পার্ক সূত্র জানিয়েছিল, বিভিন্ন সময় সাফারি পার্কের কোর সাফারির ভেতরে ওই ৯টি জেব্রার জন্ম হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত ২ জানুয়ারি ৬টি জেব্রার মৃতদেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত আরও ৩টির মৃত্যু হয়। অসুস্থ হয় আরও কয়েকটি জেব্রা। তবে চিকিৎসায় সেগুলো সুস্থও হয়। কিন্তু ৯টি জেব্রার মৃত্যুর কারণ কি তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।

হঠাৎ করে ২০ দিনের ব্যবধানে ৯ জেব্রার মৃত্যুর কারণ জানতে সেগুলোর দেহ থেকে স্যাম্পল নিয়ে পাঠানো হয় বিভিন্ন পরীক্ষাগারে। সোমবার পার্ক কর্তৃপক্ষ বলেছিল, পরীক্ষায় প্রাপ্ত তথ্য নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসবেন। তারপর মৃত্যুর কারণ জানানো হবে। এই জন্য মঙ্গলবার ডাকা হয়েছিল জরুরি বোর্ড সভা।

পূর্বপশ্চিম- এনই

জেব্রার মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close