• মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

প্রেক্ষাগৃহে আসছে ‘হৈমন্তীর ইতিকথা’

প্রকাশ:  ৩০ জুন ২০২৪, ১৯:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি অভিনয় করেছেন ‘হৈমন্তীর ইতিকথা’ সিনেমায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। এরই মধ্যে নির্মাণ শেষ হয়েছে। আগামী ২৬ জুলাই সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন ঐশি।

‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রের নাম ভূমিকা রূপায়ন করেছেন ঐশিকা ঐশি। এর মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে ঐশির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় কাজ করতে এসেছি। প্রথম সিনেমাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের চরিত্রে হাজির হতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

কৃতজ্ঞতা প্রকাশ করে ঐশি বলেন, ‘আমি নিজেকে ধন্য মনে করছি। মির্জা সাখাওয়াৎ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। তার মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করাটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি দর্শকদের অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

‘হৈমন্তীর ইতিকথা’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন সাইফ খান, ঝুনা চৌধুরী, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, মির্জা সাখাওয়াৎ হোসেন, মুনা আক্তার, অরূপ কুন্ডু, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আবদুল হামিদ, আনিছুর রহমান, সিনথিয়া লিজা ও শিশুশিল্পী সিমন্তিনী চৌধুরী প্রমুখ।

চলচ্চিত্রটিতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত। এতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, মামুন জাহিদ, শিমু দে ও জয়ন্ত আচার্য্য। সংগীতায়োজন করেছেন দীনবন্ধু দাশ।

চলচ্চিত্র,হৈমন্তীর ইতিকথা,চিত্রনায়িকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close