• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজায় সহায়তায় তহবিল আহ্বান অস্কার জয়ী পরিচালকের, বিপুল সাড়া

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৪, ২২:০০
পূর্বপশ্চিম ডেস্ক

ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তার জন্য নিজের সিনেমার পোস্টার নিলামে তুলেছেন অস্কার বিজয়ী পরিচালক জোনাথন গ্লেজার।

গত ২ এপ্রিল এ নিলাম শুরুর পর থেকে এরইমধ্যে ৫২,৮০০ ডলারের (৫৭ লাখ ৫৫ হাজার টাকা) অনুদান সংগ্রহ হয়েছে।

মঙ্গলবার “জোন অব ইন্টারেস্ট” প্রযোজক জেমস উইলসনের সঙ্গে নিজের ছবির সাতটি পোস্টার নিলামে তোলেন জোনাথন গ্লেজার। যেখানে ২০১৪ সালে নিজের সিনেমা “আন্ডার দ্য স্কিন”-এর পোস্টারও নিলামে তোলেন তিনি।

এসব পোস্টারে গ্লাজার, উইলসন এবং সুরকার মাইকা লেভির অটোগ্রাফ রয়েছে। ফলে অনেকেই সেটি লুফে নিতে আগ্রহ প্রকাশ করছেন।

এরইমধ্যে নিলামে ৩,৪৫০ ডলার (তিন লাখ ৭৬ হাজার ৫০ টাকা) দাম উঠেছে এসব পোস্টারের। এছাড়া সহযোগিতাও করছেন অনেকেই।

গত ১০ মার্চ সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্যের জন্য পুরস্কার জিতেছে গ্লেজারের চলচ্চিত্র “দ্য জোন অফ ইন্টারেস্ট”। পুরষ্কার পাওয়ার পর ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

অস্কার মঞ্চে এই বক্তব্যের কারণে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে গ্লেজার যে শুধু মুখেই বুলি আওড়াননি তার প্রমাণ মিলল এই নিলামের মধ্য দিয়ে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৩৩ হাজারের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এই হামলায় আহত হয়েছেন আরও ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় গত ছয় মাসে ২,৯২২টি গণহত্যা চালিয়েছে। আর এর জেরে গাজায় মোট ১৪,৫০০ শিশু এবং ৯,৫৬০ জন নারী নিহত হয়েছেন। এছাড়া আরও সাত হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন।

বিনোদন,ইসরায়েল,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close