• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জায়েদ খানকে মৃত দেখাচ্ছে ফেসবুক!

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৪ | আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯
বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নানা বিতর্কের মধ্যেই চিত্রনায়ক জায়েদ খানকে মৃত দেখাচ্ছে ফেসবুক। অভিনেতার ভেরিফাইড আইডিতে ইংরেজিতে রিমেম্বারিং ‘জায়েদ খান’ লেখা যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তার ফেসবুক আইডিতে ঢুকে এমনটি দেখা যায়। ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার আইডিতে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

সাধারণত কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত রিমেম্বারিং করে রাখে ফেসবুক। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এই নায়ককে ‘মৃত’ বলছে ফেসবুক!

ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।


পূর্বপশ্চিম/এসকে

জায়েদ খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close