• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশ:  ০৭ জুন ২০২৪, ২২:২০
নিজস্ব প্রতিবেদক

"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহযোগিতায় গত ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালন করা হয় ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় সচেতনতামূলক র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচীর। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম, কোষাধ্যক্ষ ড. মো. হূমায়ুন কবির চৌধুরী সহ ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ড. সৈয়দা ইসরাত নাজিয়ার তত্ত্বাবধানে রালিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে সচেতনতামূলক প্রচারণা চালায়।

প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষকবৃন্দের পাশাপাশি, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যেখানে প্রত্যেক উপস্থিতিকে টিশার্ট ও ক্যাপ প্রদান করা হয়।

ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ; গ্রীন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পক্ষ থেকে সবুজ পৃথিবী গড়ে তোলার এই আন্দোলনে একীভূত হওয়ার জন্য সকলকে সবুজাভ শুভেচ্ছা জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যাল,জবি,বিশ্ব পরিবেশ দিবস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close