• বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১
  • ||

শিক্ষার্থীদের তোপে পরে জবির কেন্দ্রীয় মসজিদের ইমামকে নামাজ পড়ানোর অনুমতি

প্রকাশ:  ৩১ মে ২০২৪, ১৫:২২
তারেক হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ উদ্দিন আগের মতই নামাজ পড়াবেন সেই সাথে তদন্তও চলবে।

আজ ৩১ মে (শুক্রবার) বিষয়টি জবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছালাহ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম স্যার আমাকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন, আজ থেকে জুমআ পড়াতে বলেছেন। তিনি আরও বলেন রেজিস্ট্রার বলেছেন যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কি রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে দুই ইমাম বিকল্পভাবে নামাজ পড়াবেন। আজ শুক্রবার থেকেই আগের ইমাম অর্থাৎ ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন।

উল্লেখ্য, গত ১৮ মে রাতে শারীরিক অসুস্থতা থাকায় ভুলবশত এশার নামাজ আদায় শেষে ওই ছাত্রী জবির কেন্দ্রীয় মসজিদের মেয়েদের রুমে ঘুমিয়ে পড়েন। পরে মসজিদের পাহারাদার তালা লাগাতে গেলে ওই মেয়েকে দেখতে পান। এসময় মসজিদের ওই পাহারাদারের স্ত্রী তাকে বের করে নিয়ে আসেন। তবে ইমাম বা পাহারাদার কেউই ভেতরে প্রবেশ করেননি। এ ঘটনার প্রেক্ষিতে ইমামকে মৌখিকভাবে অব্যাহতি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,তদন্ত,কেন্দ্রীয় মসজিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close