• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাবির দুই শিক্ষার্থী

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২২, ২২:০১
রাবি প্রতিনিধি

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েই তাদের নিয়ে যাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, গত রোববার সকালে নগরীর চড়পাড়া এলাকার একটি মেস থেকে মো. রেজোয়ান ইসলাম ও সাকিব নামে দুই শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। পরিবারের দাবি আটকের ২৪ ঘণ্টা পরেও কোর্টে হাজির না করায় তারা থানায় ও ডিবি কার্যালয় এবং র‌্যাব অফিসে যোগাযোগ করেন। সবাই অস্বীকার করেছেন। এছাড়া থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রেজোয়ান ও সাকিব দু’জনই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টা ও প্রতারণার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেই তাদের আটক করা হয়।

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই দুই শিক্ষার্থী বিকাশের প্রতারণার সঙ্গে জড়িত। এছাড়া মাদকের সংশ্লিষ্টতাও রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শীর্ষ ব্যক্তি বলেন, পুলিশ তাদের ওঠায়নি। তারা র‌্যাব বা ডিবির হেফাজতে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের কনসার্নেই তাদের নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে বিষয়টি এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। পরে আবারো যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই শিক্ষার্থী আইশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে এটা জানি। এর বেশি কিছু বলতে পারবো না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিক্ষার্থী,রাবি,হেফাজতে,আইনশৃঙ্খলা বাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close