• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বুয়েটের ২৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:০৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বেড়ে যাওয়া শনিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত আট হলের ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। একদম খারাপ অবস্থা না হলে হল খোলা রাখা হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১২ জানুয়ারি অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস চলবে।

পূর্বপশ্চিম/এসকে

বুয়েট,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close