• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রেল কি আপনারা গিলে খেতে চাইছেন, কর্মকর্তাদের হাইকোর্ট

প্রকাশ:  ২১ জুলাই ২০২২, ১৫:২১ | আপডেট : ২১ জুলাই ২০২২, ১৫:৪৯
নিজস্ব প্রতিবেদক

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে তিন কর্মকর্তাকে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাদের এই ভর্ৎসনা করেন।

তাদের উদ্দেশ্যে আদালত বলেন, রেলে এত অব্যবস্থাপনা কেন থাকবে? কেন টিকিটে কালোবাজারি হবে? কেন মানুষ ট্রেনের ছাদে যাবে? আপনারা কি রেলকে গ্রাস করতে চাইছেন? এ অবস্থা চলতে পারে না। এমন হতে দেওয়া যেতে পারে না।

আদালত বলেন, রেল আমাদের জাতীয় সম্পদ। সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে। কিন্তু আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে। ট্রেন থেকে পড়ে তো দুর্ঘটনাও হতে পারে।

পূর্বপশ্চিম/ম

রেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close