• মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১
  • ||

ইউক্রেনকে দুঃসংবাদ দিলেন ট্রাম্প

প্রকাশ:  ১৬ জুন ২০২৪, ১৫:৪৪
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন৷ খবর মেহর নিউজ এজেন্সির।

রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হয়ত এখন পর্যন্ত বেঁচে থাকা যেকোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান। তিনি যখনই আমাদের দেশে আসেন, তখনই ৬০ বিলিয়ন ডলার নিয়ে চলে যান।

ট্রাম্প বলেন, জেলেনস্কি যখন দেশে ফিরে যায় তখন আবার ঘোষণা করেন যে তার আরও ৬০ বিলিয়ন ডলার প্রয়োজন। আর এটি কখনই শেষ হয় না। আমি এটির মীমাংসা করব।

এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন, ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে সক্ষম হবেন।

এর আগেও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র,ইউক্রেন,ট্রাম্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close