• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তানজানিয়ায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫৮ মৃত্যু

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২৪, ০০:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

তানজানিয়ায় গত দুই সপ্তাহে টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকালের দিকে মৃতের সংখ্যা ঘোষণা করেছে দেশটির সরকার।

সাধারণত এপ্রিলে তানজানিয়ায় বর্ষার ঋতু আসে। তবে তা এতটা ধ্বংসাত্মক হয় না।

সরকারের মুখপাত্র মোবারে ম্যাটিনি বলেন, ‘‘১-১৪ এপ্রিলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

তিনি বলেন, ‘‘উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে। যেখানে এ পর্যন্ত ১১ জন মারা গেছে।’’

ভবিষ্যতে বন্যা প্রতিরোধে ১৪টি বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাত্র চার মাস আগে, উত্তর তানজানিয়ায় বন্যায় কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার, দেশের উত্তরাঞ্চলে একটি বন্যাকবলিত এলাকায় বাস ডুবে আট স্কুলছাত্রী ডুবে যায়। উদ্ধার অভিযানে একজন স্বেচ্ছাসেবকও মারা গেছেন।

মোবারে ম্যাটিনি বলেন, ‘‘অন্তত দেড় লাখের মতো মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

অর্থনৈতিক রাজধানী দার-এস-সালাম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় ও মোরোগোরো এলাকায় ৭৫ হাজারের বেশি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

পূর্ব আফ্রিকার অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রতিবেশী কেনিয়ায় বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় বসবাসকারীদের সরে যেতে বলা হচ্ছে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের বিজ্ঞানীরা বলেছেন, ‘‘অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পূর্ব আফ্রিকায় যে বৃষ্টিপাত হয়েছে তা এই অঞ্চলে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র বৃষ্টিপাত।’’

‘‘এই ঘটনার পেছনে জলবায়ু পরিবর্তন সব চেয়ে বড় ভূমিকা রাখছে। আর এই কারণে ভারি বৃষ্টিপাতকে দুই গুণ বেশি তীব্র করে তুলেছে।’’

মৃত্যু,বন্যা,আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close