• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার ব্রিটিশ ট্যাংকারে হুতি হামলা, আছেন এক বাংলাদেশি নাবিকও

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৪, ২২:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা ফের হামলা চালিয়েছে। এবার এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেল ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। কয়েকঘণ্টা ধরে জ্বলেছে সেই আগুন। জাহাজটিতে ২২ ভারতীয়সহ একজন বাংলাদেশি নাবিক আছেন। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

রয়টার্সের ওই খবরে বলা হয়, হুতিরা ইয়েমেনে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের জবাব দিতে শুক্রবার মার্লিন লুয়ান্ডা নামের এই জাহাজটিকে হামলার নিশানা করেছে। লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে ইয়েমেনে হুতিদের বিভিন্ন আস্তানায় হামলা চালানো শুরু করেছে।

রয়টার্স বলছে, মার্লিন লুয়ান্ডার কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম। লন্ডনের বহুজাতিক ট্রাফিগুরা বাণিজ্যিক ফার্মের মালিকানাধীন মার্লিন লুয়ান্ডা জাহাজ পরিচালনা করে যুক্তরাজ্যের ওশেনিক্স সার্ভিস কোম্পানি।

শনিবার সবশেষ আপডেট তথ্য দিয়ে জাহাজ থেকে জানানো হয়েছে, সব ক্রু নিরাপদে আছে এবং আগুনও নিভিয়ে ফেলা হয়েছে। জাহাজটি এখন নিরাপদ গন্তব্যে যাত্রা করছে।

ইয়েমেন,হুতি হামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close