• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাস্তার মাঝখানে ইয়োগা, জরিমানা গুনলেন নারী

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৩, ১৬:৫২
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটে দীনা পারমার নামের এক নারী পরিবহন আইন অমান্য করে রাস্তার মাঝখানে ইয়োগা করছিলেন। তখনই বিষয়টি গুজরাট পুলিশের নজরে আসে। তাকে আটক করা হয়। পরে তিনি তার বেপরোয়া আচরণের জন্য ক্ষমা চান।

গুজরাট পুলিশ এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ওই নারী লাল রঙের পোশাকে ব্যস্ত এক সড়কের মাঝখানে ইয়োগা করছেন। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিলো। সড়কটি ভেজা ছিলা। কিন্তু দীনা এর মধ্যেই প্রথমে স্প্লিট করেন। তারপর তিনি ইয়োগার আসন করেন। দেখা যায়, এ সময় তার পেছনে কয়েকটি গাড়ি থেমে আছে।

সেই ভিডিওর পরের অংশেই দেখা যায়, দীনা তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছেন। তিনি বলেন, তিনি সব পরিবহন আইন মেনে চলবেন। অন্যদেরও মেনে চলার অনুরোধ জানান। পরে জরিমানা দিয়ে ছাড়া পান তিনি।

গত আগস্টে নয়াদিল্লিতে সড়কে এক বাইকার বিপজ্জনক কিছু স্টান্ট দেখিয়ে গ্রেপ্তার ও শাস্তি পেয়েছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নারী,জরিমানা,রাস্তা,ইয়োগা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close