• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৯
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

তিনি বলেছেন, যারা আত্মসমর্পণ করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে এবং যদি কেউ রাশিয়ায় ফিরতে ভয় পায় বা না চায় তাহলে তাদের ফেরতও দেওয়া হবে না।

শনিবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।

রুশ সেনাদের উদ্দেশ্যে রুশ ভাষায় জেলেনস্কি বলেন, যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি না হতে চাইলে আপনারা আত্মসমর্পণ করুন।

তিনি আরও বলেন, আমাদের সেনাদের হামলায় নিহত হওয়ার চেয়ে আত্মসমর্পণ করা ভালো হবে।

ইউক্রেনে যুদ্ধ করতে গত সপ্তাহে তিন লাখ সেনা জড়ো করার ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ ঘোষণার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সেনাদের উদ্দেশ্যে বললেন, যাদের ইউক্রেনে পাঠানো হবে তারা যেন এসেই আত্মসমর্পণ করেন।

এদিকে শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিন একটি আইনে সই করেন। এই আইন অনুযায়ী যারা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাবে, যারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবে এবং আত্মসমর্পণ করবে তাদের ১০ বছরের জেল দেওয়া হবে।

সূত্র: বিবিসি

রাশিয়া,সেনা,আত্মসমর্পণ,জেলেনস্কি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close