• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ইলন মাস্কের টুইট

আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জেনে ভালো লাগলো

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১২:৫১
আন্তর্জাতিক ডেস্ক

নিজের মৃত্যুর বিষয়ে রহস্যজনক তথ্য দিলেন টুইটারের বর্তমান মালিক ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোমবার (৯ মে) টুইটে তিনি লিখেছেন, আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জেনে ভালো লাগলো। সূত্র: এনডিটিভি

জানা গেছে, কয়েকদিন আগেই টুইটার কিনেছেন মাস্ক। তবে হঠাৎ কেন তার কণ্ঠে এমন সুর, সেই কারণ খুঁজতে গিয়ে অনেকেই ধারণা করছেন হয়তো রাশিয়ার কাছ থেকে হুমকি পেয়েছেন মাস্ক। কারণ তিনি ইউক্রেনের পক্ষ নিয়ে তার কোম্পানি স্পেস এক্সের দুটি স্যাটেলাইটের মাধ্যমে সে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রেখেছেন। অবশ্য টুইটার ব্যবহারকারী অনেকেই মৃত্যু নিয়ে তার এমন পোস্টকে নিছক রসিকতা হিসেবেই দেখছেন।

নিজের রহস্যজনক মৃত্যু বিষয়ক টুইট করার আগে টুইটারে আরো একটি পোস্ট দেন ইলন মাস্ক। যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। শেয়ার করেছেন রুশ ভাষায় লেখা একটি পোস্ট।

ওই পোস্টে বলা হয়, ইলন, আপনি যতোই বোকা সাজুন না কেন, এ জন্য (ইউক্রেনকে সহযোগিতা) আপনাকে জবাবদিহি করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইলন মাস্ক,টুইট,টুইটার,রাশিয়া,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close