• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশ:  ০২ মে ২০২২, ১৪:২১
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (২ মে) মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট।

মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমাম ছিলেন শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানসহ দেশটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

এদিকে মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজের ইমামতি করেন শেখ আলি হুজাইফি। তাতে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন খালিদ আল ফয়সাল ঈদের জামাতে অংশ নেন।

বিশ্বের অন্যতম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়াতেও হচ্ছে পালিত হচ্ছে ঈদ। এছাড়া কাতার, কুয়েত, তুরস্ক, বাহরাইন, ফিলিস্তিন, লেবানন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মানুষ উদযাপন করছে ঈদ। মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ফ্রান্সেও চলছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন।

রোববার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

পবিত্র ঈদুল ফিতর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close