• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শীতলক্ষ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫৭ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫৮
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে এসে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের তিন ঘন্টা পর শুক্রবার (৯ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় শীতলক্ষ্যা নদী থেকে ফাহিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা (ওয়্যার হাউস) হাসানুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর ফাহিমের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে বন্দর নৌ-থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ফাহিম নগরীর খানপুর এলাকার বাসিন্দা ও রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাবা মনিরুল ইসলাম খানপুরে অবস্থিত বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে এসে দুই জাহাজের মাঝখানের ফাঁকা জায়গায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হয় ফাহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামাতো-ফুফাতো দুই ভাই ফাহিম ও হাসিব ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে আসে। ৫ নম্বর ঘাট এলাকায় রাখা একটি জাহাজ থেকে লাফিয়ে অন্য জাহাজে যাবার সময় দুই জাহাজের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায় ফাহিম। এরপর থেকে সে নিখোঁজ হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তৎক্ষণিকভাবে ডুবুরি নামিয়ে তল্লাশি তৎপরতা চালানো হয়। সদর থানা পুলিশ নৌ-পুলিশ তাদেরকে সহায়তা করে। রাত সাড়ে এগারোটায় ফাহিমের লাশ উদ্ধারের পর তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/পি.এস

নারায়ণগঞ্জ,লাশ উদ্ধার,বিশ্ববিদ্যালয়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close