• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশালে ঘুষিতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ১০:০৪ | আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১০:০৬
বরিশাল প্রতিনিধি

বরিশাল শহরে ম্যাগনেট নিয়ে দ্বন্দ্বে খুন হয়েছেন দুলাল ঢালী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক। নিজেদের মাঝে তর্কাতর্কির একপর্যায়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির ঘুষিতে প্রাণনাশের ঘটনা ঘটে।

শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের নথুল্লাবাদ এলাকার শাহ জামাল সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কিন্তু এই ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত দুলাল ঢালী বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজার এলাকার বাসিন্দা। কিন্তু বরিশালে নির্মাণ শ্রমিকের কাজ করার সুবাদে শাহ জালাল সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্ত্রী সুমি বেগম জানিয়েছেন, তার স্বামী দুলাল ও জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি কোন একটি কোম্পানির সাথে চুক্তি করে ম্যাগনেট খুঁজতেন। সেই বিষয় নিয়ে শুক্রবার রাতে দু’জনের মধ্যে বিরোধ দেখা দিলে জাহাঙ্গীর উত্তেজিত হয়ে দুলালের কানের ওপর ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কিন্তু দুলালের মৃত্যুর কারণ সেই বিষয়টি আপাতত নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তীতে সেই অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ঘটনার পর থেকে জাহাঙ্গীরও পলাতক রয়েছেন।

/পি.এস

বরিশাল,খুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close