• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদারীপুরে চাল আত্মসাতের অভিযোগে নারী মেম্বার আটক

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভিজিডি প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সালমা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই ইউনিয়নের আন্ডার চর এলাকার নিজ বাড়ি থেকে ৪৮০ কেজি চালসহ তাদের আটক করে কালকিনি থানায় আনা হয়। এছাড়া ইউপি মেম্বার সালমা ও জাহাঙ্গিরের পৃথক ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

তবে ইউপি সদস্য সালমা বেগম দাবি করেন, তিনি ৮টি কার্ডের চাল কাউকে না দিয়ে চিকিৎসার জন্য রাখেন এবং জাহাঙ্গীর ও শারমিন বেগমের নিকট বিক্রি করেন।

এ ব্যাপারে সাহেব রামপুর ইউনিয়ন চেয়ারম্যানের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

/পি.এস

মাদারীপুর,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close