• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বন্যায় ভেসে আসা বিএসএফ সদস্যদের ফেরত দিয়েছে বিজিবি

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৭
লালমনিরহাট প্রতিনিধি

বোট বিকল হলে বাংলাদেশের অভ্যন্তরে বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ৩ সদস্য ও ২ মাঝিকে ফেরত দিয়েছে বডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্প থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩৮ ব্যাটালিয়নের গীতালদহ ক্যাম্পের সদস্যরা কান্ট্রিবোট যোগে তাদের অভ্যন্তরে টহল দিতে গিয়ে বোট বিকল হলে ধরলায় ভেসে যায়। এসময় তারা সীমান্ত পিলার ৯২৭/৪-এস অতিক্রম করে বাংলাদেশে ৪ কিলোমিটার অভ্যন্তরে ভেসে আসে।

এ খবর পেয়ে বিজিবি মোঘলহাট ক্যাম্পের সদস্যরা ধরলার নদীর ঘেরুরঘাট নামক স্থান থেকে তাদের ৫ জনকে উদ্ধার করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টেলিযোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদেরকে ফেরত পাঠায় বিজিবি। বিকল কান্ট্রিবোটটি বিজিবি'র কাছে জমা রাখে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলেও জানান তিনি।

ওএফ

উদ্ধার,বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close