• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউএনও গোলাম রাব্বীকে বিদায় জানালো কুলাউড়াবাসী

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১০:২৫
মৌলভীবাজার প্রতিনিধি

অনেক চেষ্টার পরেও শেষ পর্যন্ত ইউএনও গোলাম রাব্বীকে বিদায় জানিয়েছে কুলাউড়াবাসী। বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলাবাসীর পক্ষে উপজেলা পরিষদে হলরুমে নানা শ্রেণির পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চৌধুরী মো. গোলাম রাব্বী।

হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন, কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একে এম নজরুল ইসলাম, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডা: সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বকস, দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার সুলতান মাহমুদ, কৃষি অফিসার জগলুল হায়দার, রিপোর্টার্স ইউনিটের সভাপতি সৈয়দ আশফাক তানভীর, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, যায়যায় দিনের প্রতিনিধি এম. এ. আহাদ, সংবাদ কর্মী হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ইউএনও গোলাম রাব্বীরকে রাজশাহী বিভাগের তানোর উপজেলায় বদলীর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে তার এই বদলী ঠেকাতে কুলাউড়াবাসী একাট্টা হয়েছিল। দলমত নির্বিশেষে ইউএনও গোলাম রাব্বীর বদলী ঠেকাতে বৃহস্পতিবার (৯ আগষ্ট) উপজেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে রেজ্যুলেশন প্রস্তাব করা হয়।

ওএফ

বিদায়

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close