• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঠাকুরপুরে ৩ ভারতীয় নাগরিককে আটক, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৫:৩৫ | আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:০২
চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার বিকেলে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সীমান্তের ৯১ নম্বর মেইন পিলারের ৫শ' গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে। বুধবার দুপুরে ২ জনকে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।

এদের মধ্যে কুটির সরকার ও সন্ধ্যা রানী সরকারকে বুধবার বেলা ১২ টায় ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৮ এর চাকুলিয়া আম বাগানে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফ’র ১১৩ ব্যাটলিয়নের মালুয়াপাড়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সত্য নারায়ণের কাছে ফেরত দিয়েছে বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম। ক্লিনটন বিশ্বাসকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় সোপর্দ করেছে।

আটককৃতরা হলো ভারতের বাংলার নদীয়া জেলার তেহট্টু থানার মৃগী গ্রামের মৃত গুরুদাসের ছেলে কুটির সরকার (৭০), তার স্ত্রী সন্ধ্যা রানী সরকার (৬০) ও একই থানার বানিয়াচিরি কৃষ্ণপুর গ্রামের কিশোর বিশ্বাসের ছেলে ক্লিনটন বিশ্বাস (২০)।

বিজিবির মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওএফ

বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close