• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বরিশাল শিক্ষাবোর্ডে সর্বোচ্চ পাশের হার বরিশাল জেলায়, সর্বনিম্ন পটুয়াখালীতে

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ২০:৩৯ | আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:৪২
বরিশাল প্রতিনিধি

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। এছাড়া বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা। অথচ গত বছর ৭৫ দশমিক ৫৭ ভাগ পাশের হার নিয়ে সর্বোচ্চ অবস্থানে ছিল পটুয়াখালী জেলা।

এর বাহিরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ৮৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এছাড়াও ৭০ দশমিক ১২ নিয়ে তৃতীয়তে ভোলা, ৬৮ দশমিক ৯২ নিয়ে চতুর্থ স্থানে পিরোজপুর, ৬৬ দশমিক ৭৫ নিয়ে পঞ্চমে রয়েছে বরগুনা জেলা।

এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৪২৩টি। তবে সবচেয়ে কম ২১টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলা।

পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২২ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যারমধ্যে ১৭ হাজার ১৫৪জন ফলাফলে উত্তীর্ণ হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২০৬টি এবং ছেলেরা ২১৭টি।

আবার হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১১ হাজার ২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। যারমধ্যে ৬ হাজার ৭৪৯ জন ফলাফলে উত্তীর্ণ হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২৯টি এবং ছেলেরা ১৪টি।

ওএফ

পাশ,বরিশাল,পটুয়াখালী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close