• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়ায় চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

প্রকাশ:  ০৯ জুন ২০১৮, ১৮:০৭
বগুড়া প্রতিনিধি

অযৌক্তিকভাবে চালের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। শনিবার (৯ জুন) বিকেলে শহরের ফতেহ আলী বাজার ও রাজাবাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান।

নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমান চাল আছে। বোর সংগ্রহ অভিযান চলছে। তাই চালের দাম বৃদ্ধির কারণ নেই। তারপরেও যদি কেউ অযথা চালের দাম বাড়িয়ে অনৈতিক কাজ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসময় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- চেম্বার অব কমার্সের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, ব্যবসায়ী গোলাম কিবরিয়া বাহার, আনিছুর রহমান, পরিমল প্রসাদ রাজ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট আলীমুন রাজিব, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, জেলা ভোক্তা সংরক্ষন কর্মকর্তা, বাজার মনিটরিং কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সহ সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ। মতবিনিময় শেষে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগন ফতেহ আলী বাজারে চালের দোকান পরিদর্শন ও দাম বৃদ্ধি না করার আহবান জানান।

অভি

বগুড়া,চাল,দাম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close