• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক বাড়িতে ৮০ টি সাপ

প্রকাশ:  ২১ মে ২০১৮, ১০:২০
জামালপুর প্রতিনিধি

দেওয়ানগঞ্জ উপজেলায় বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। ৮০টি গোখরা সাপের বাচ্চা ও ডিমের খোসা উদ্ধার করা হয়েছে। সাপের ভয়ে স্থানীয় লোকজনের মধ্যে আংতক দেখা দিয়েছে।এর আগে শনিবার বিকালে ব্যবসায়ী সুমন চন্দ নিজ বাড়িতে সাপের আক্রমণে আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা গৃহবধু স্বপ্না তার পাকা বাড়িতে মেঝেতে একটি সাপের বাচ্চা দেখে আতংকিত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ভীড় করে।

সম্পর্কিত খবর

    এরপর মেঝেতে গর্ত করতে থাকলে একটি করে সাপের বাচ্চা বের হতে থাকে। স্থানীয় লোকজন বের হওয়া মাত্র সাপগুলোকে মেরে ফেলে। মোট ৮০টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। গর্ত খুড়ে দেখা যায় ডিমের খোসা রয়েছে। বড় সাপ আশপাশে রয়েছে এ আতংকে নিজ বাড়ি ছেড়ে গৃহবধু স্বপ্না পরিবারের লোকজনদের নিয়ে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে।

    আতংকিত স্বপ্না জানান, ঘরের ভিতর কার্বলিক এসিড রাখা সত্বেও এ ধরনের সাপের বসবাস। স্থানীয় লোকজন জানান, সাপগুলো ছিল বিষধর গোখরা।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close