• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামালপুরে মহান ২১ এর প্রথম প্রহর

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৩
জামালপুর প্রতিনিধি

জামালপুরের স্থানীয় শহীদ মিনারটি কিছুদিন আগে ভেঙ্গে ফেলা হয়েছে।শহীদ মিনারসহ বিশাল এলাকা জুড়ে নির্মিত হতে যাচ্ছে সাংস্কৃতিক পল্লী।আশা করা হচ্ছে নির্মিতব্য এই সাংস্কৃতিক পল্লী জামালপুরকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

যেহেতু পূর্বের শহীদ মিনারটি ভাঙ্গা পড়েছে,তাই এবার একুশের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন করা হয়েছে,ঐতিহাসিক জামালপুর হাই স্কুলের শহীদ মিনারে।সকালেও প্রভাত ফেরীতে অংশ নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,স্বেচ্ছাসেবী সংগঠন সহ সবাই এখানেই পুস্পস্তবক অর্পন করবে।

সম্পর্কিত খবর

    একুশের প্রথম প্রহরেই পুস্পস্তবক অর্পন করেন সদর আসনের এমপি,সাবেক ভূমিমন্ত্রী,ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বর্ষিয়ান রাজনীতিবিদ রেজাউল করিম হীরা।তারপর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পন করে।এর পর পরই পুস্পস্তবক অর্পন করেন জেলার বিশিষ্ট সমাজ সেবক,দানবীর এডঃ খলিলুর রহমান প্রতিষ্ঠিত সর্বজনবিদিত, সর্বজনপ্রিয়,সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠান বর্ণালী একাডেমী।

    সাধারনের কাছে অতি পরিচিত ও প্রিয় প্রতিষ্ঠান বর্ণালী একাডেমী পুস্পস্তবক অর্পন শেষে শহরের ঐতিহাসিক বকুলতলা চত্বরে আলোচনা সভা করে।এতে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার কাকলি,জেলা যুবলীগ নেতা সোহাগ,তরুন সাংস্কৃতিক কর্মী ও নাট্যপরিচালক সাগর মুখার্জী,সাইমুর রসি,তন্ময় তনু ও জয়নাল আবেদিন।আলোচনা সভা শেষে সবাইকে ২১ এর চেতনায় উদ্বুদ্ধ হতে শপথ বাক্য পাঠ করানো হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close