• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নরসিংদীতে তিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৭
নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে তিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঢাকার উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাগণ স্টল পরিদর্শন করেন।সবশেষে শনিবার নরসিংদী জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস বিভিন্ন ক্যটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পী ও পলাশ উপজেলা প্রশাসন।

সম্পর্কিত খবর

    এছাড়া শ্রেষ্ঠ পোর্টাল দপ্তর (উপজেলা) মনোহরদী উপজেলা,শ্রেষ্ঠ পোর্টাল দপ্তর (জেলা) জেলা শিক্ষা অফিস,শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর,শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক হাবিবুর রহমান,জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ নাগরিক সেবায় সমাজ সেবা অধিদপ্তর,শ্রেষ্ঠ কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ,শ্রেষ্ঠ দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী পলিটেকনিক একাডমেীকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close