• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমাদের মিডল অর্ডার এখন পাকা নয়: রোহিত

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৯
স্পোর্টস ডেস্ক

বিরাট কোহলির অনুপস্থিতিতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) থেকে এশিয়া কাপ ক্রিকেটে অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ হংকং। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ হবে বিকেল সাড়ে ৫টায়।

প্রতিপক্ষ দুর্বল হংকং হলেও এই ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না রোহিতবাহিনী। কারণ অবশ্য একটাই, এই ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যেই ভারতকে খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। হাইভোল্টেজ ওই ম্যাচের আগে অবশ্য হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ প্র্যাকটিসটা সেরে রাখতে চায় মেন ইন ব্লু’রা।

মিডল অর্ডার নিয়ে যে একটা চিন্তা রয়েছে ভারতীয় দলের। সেটা এশিয়া কাপে মাঠে নামার আগে ইঙ্গিত দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

ভারত অধিনায়ক বলেন, মিডল অর্ডার জমাট বাঁধছে না বলাটা ঠিক হবে না। তবে এটাও ঠিক যে আমাদের মিডল অর্ডার এখন পাকা নয়। কারণ অনেক ব্যাটসম্যানকেই মিডল অর্ডারে নামতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, সামনের দিকে তাকিয়ে তাই আমরা চাই সব কিছু ঠিক করে নিতে। এতে দলের ক্রিকেটারদের সামনেও সুযোগ রয়েছে ভালো খেলে নিজের জায়গাটা স্থায়ী করে নেওয়ার।

/অ-ভি

বিরাট কোহলি,রোহিত শর্মা,ক্রিকেট,ভারত,এশিয়া কাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close