• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কখন কোথায়

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৫:৪১
স্পোর্টস ডেস্ক

আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে ২০১৮ এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান৷ গেলোরা বুঙ্গ কারনো বা GBK স্টেডিয়ামে বসবে এবারের উদ্বোধনের আসর ৷

এশিয়ান গেমসের এটাই এবারের মূল স্টেডিয়াম৷ ইন্দোনেশিয়ার তারকা গায়িকা -নায়িকা সকলেই হাজির থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে তারকাখচিত করে তুলতেই এই আয়োজন৷ সিট্রা, ইউরা ইন্দোনেশিয়ার বিখ্যাত দুই গায়িকা হাজির থাকছেন৷ উপস্থিত থাকছেন অভিনেত্রী এভি মাসাম্বা৷ উদ্বোধনী অনুষ্ঠান যে স্টেজে হবে তার মাপ ১২০ মিটার দৈর্ঘ্য, চওড়ায় ৩০ মিটার, উচ্চতা ২৬ মিটার৷ মঞ্চের পিছনে থাকবে পর্বতরাজি এবং ইন্দোনেশিয়ার নিজস্ব গাছপালা ও ফুল ৷

সম্পর্কিত খবর

    এবারের আসরে মোট ১৪ ডিসিপ্লিনে ৮৬জন পুরুষ ও ৩১ জন নারীসহ ১১৭ জন বাংলাদেশি অ্যাথলেট অংশ নেবেন। ১৪ ডিসিপ্লিনি হলো, ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোয়িং ও আর্চারি। এশিয়াডে লাল-সবুজের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত।

    সনি নেটওয়ার্ক এবারের এশিয়ান গেমস সম্প্রচার করবে৷ সনি টেন ২ তে সরাসরি দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ৷অনলাইন সম্প্রচার সত্বও তাদেরই হাতে ,তাই সনি লিভ অ্যাপে দেখা যাবে এবারের এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ৷ অনুষ্ঠানের লাইভ সম্প্রচার শুরু হবে বিকেল ৫.৩০ থেকে ৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close