• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাঠে নেমেছে দ. কোরিয়া-মেক্সিকো

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ২১:০০ | আপডেট : ২৩ জুন ২০১৮, ২১:৩২
স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে ছন্দে থাকা মেক্সিকোর মুখোমুখি হয়েছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। শনিবার (২৩ জুন) রোস্তভ এ্যারেনায় ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত নয়টায়।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে (১-০) আত্মবিশ্বাসের তুঙ্গে মেক্সিকো। পেনাল্টি গোলে সুইডেনের কাছে একই ব্যবধানে হারের হতাশায় ডোবে দক্ষিণ কোরিয়া। এক ম্যাচ শেষে সুইডেন ও মেক্সিকোর পয়েন্ট সমান ৩।

সম্পর্কিত খবর

    বিশ্বকাপের গত ৬ আসরেই দ্বিতীয় রাউন্ডে খেলে মেক্সিকো। ১৯৮৬ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলা দক্ষিণ কোরিয়া গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। বিশ্বকাপে মেক্সিকোর সর্বোচ্চ সাফল্য ১৯৮৬ আসরের কোয়ার্টার ফাইনাল। ২০০২ আসরে ঘরের মাটিতে সেমিফাইনাল খেলে দক্ষিণ কোরিয়া।

    বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো একবারই মুখোমুখি হয়। ১৯৯৮ আসরের গ্রুপ পর্বের ম্যাচে কোরিয়ানদের ৩-১ গোলে হারায় মেক্সিকো। সব মিলিয়ে ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ৬ ম্যাচে মেক্সিকো ও চারটিতে জয় দেখে দক্ষিণ কোরিয়া। বাকি দুই ম্যাচ সমতায় শেষ হয়। দুইদলের সবশেষ সাক্ষাৎ ২০১৪ সালের প্রীতি ম্যাচে। ম্যাচটিতে ৪-০ গোলের দাপুটে জয় পায় মেক্সিকো।

    বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারের বৃত্তে দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপে শেষ সাত ম্যাচে নেই কোনো জয় (২ ড্র ও ৫ হার)। এশিয়ার কোনো দল বিশ্বকাপে মেক্সিকোকে হারাতে পারেনি। এশিয়ান দলের বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর আমেরিকার দেশটি।

    গ্রুপ পর্বে সবশেষ ১৮ ম্যাচে মাত্র দুইবার হারের মুখ দেখে মেক্সিকানরা। ২০০২ আসরের পর টানা দুই ম্যাচ জিততে পারেনি মেক্সিকো। সেবার গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তারা ক্রোয়েশিয়া ও ইকুয়েডরকে হারায়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close