• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফোর্বসের তালিকায় বিরাট

প্রকাশ:  ০৬ জুন ২০১৮, ১৭:৩২ | আপডেট : ০৬ জুন ২০১৮, ১৭:৩৩
স্পোর্টস ডেস্ক

বিশ্বের সেরা একশোজন ধনী ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় নিজের নাম লেখালেন বিরাট কোহলি। প্রতিবারের মতো এবারও 'ফোর্বস' বিশ্বের সেরা একশোজন ধনী ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। কোহলির নাম সেই তালিকার ৮৩ নম্বরে রয়েছেন। ভারতীয়দের মধ্যে একমাত্র বিরাট কোহলি সেই তালিকায় জায়গা পেয়েছেন।

ফোর্বস-এর ওয়েবসাইট জানিয়েছে, এই মুহূর্তে বিরাট কোহলির বার্ষিক আয় ২৪ মিলিয়ন মার্কিন ডলার। এবারের তালিকায় প্রথম একশোজনের মধ্যে কোনও মহিলা ক্রীড়াবিদ নেই। গতবার ফোর্বস-এর একশোজনের তালিকায় মহিলা ক্রীড়াবিদ হিসাবে ছিলেন একমাত্র টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এগারোটি ভিন্ন খেলার জগত থেকে তারকাদের বেছে নিয়ে এই সেরা একশো জনের তালিকা তৈরি করে জনপ্রিয় এই ম্যাগাজিন। এবার আরও একটি চমকপ্রদ ব্যাপার রয়েছে এই তালিকায়। সেরা একশোজন ধনী ক্রীড়াবিদের তালিকার ৪০ জনই এনবিএ খেলোয়াড়। গতবার যে সংখ্যাটা ছিল ৩২।

সম্পর্কিত খবর

    ফোর্বস-এর এই তালিকার এক নম্বরে রয়েছেন বক্সিং তারকা ফ্লয়েড মেওয়েদার। তাঁর বার্ষিক আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close