• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিজেদের ফেবারিট ভাবছেন মাসাকাদজা

প্রকাশ:  ২০ অক্টোবর ২০১৮, ২০:১৩ | আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:১৫
ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে দুইটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে রোববার। বড় দুঃসময় চলছে জিম্বাবুয়ের ক্রিকেটে। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর আর একটি ম্যাচও জিততে পারেনি জিম্বাবুয়ে। এই সময়ে ১০টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টিতে হেরেছে তারা। মুখোমুখি লড়াই বা পরিসংখ্যান অথবা শক্তির বিচারে বাংলাদেশ এগিয়ে। তবে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরই ফেবারিট ভাবছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশে এসে একমাত্র প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকারদের বিপক্ষে উড়ে গেছে জিম্বাবুয়ে। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দীর্ঘ জয়খরায় ভুগতে থাকা জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজে সেটি কাটাতে চায়। সেই স্বপ্নই দেখছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

সম্পর্কিত খবর

    রোববার প্রথম ম্যাচ শুরুর আগের দিন তিনি সংবাদমাধ্যমের সামনে বললেন, আমরা আগামী কালকের ম্যাচ আর এই সফর থেকে যা অর্জন করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছি। এখান থেকে আমরা কেবল সামনের দিকেই যেতে পারি। দলের সবাই সেদিকে তাকিয়ে আছে।’

    তিনি এবং সিকান্দার রাজার মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড় তো নিয়মিত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে থাকেন। আর তাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকায় আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে অধিনায়ক। প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের প্রত্যাশাই তিনি করছেন।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close