• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবৈধ সিমসহ গ্রামীণফোনের ২ কর্মকর্তা আটক

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ১৫:৩০
নিজস্ব প্রতিবেদক

কর্পোরেট প্রতিষ্ঠানের নামে ইস্যু করা সিম বাইরে অবৈধভাবে বিক্রি করার অভিযোগে গ্রামীণফোনের বিজনেস সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ তানভীরুর রহমান ও পরিবেশক তৌফিক হোসেন খান পলাশকে আটক করেছে র‌্যাব-৪।

গতকাল শনিবার (৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিম উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বিভিন্ন কোম্পানির নামে কর্পোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রি করছিল একটি চক্রটি।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিমও জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বিভিন্ন কোম্পানির নামে কর্পোরেট সিম ইস্যু করে তা বাইরে বিক্রি করছিল একটি চক্র। সম্প্রতি একটি নাম্বার থেকে কল করে এক বিদেশি নাগরিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেই তদন্তের সূত্রধরে এ চক্রটি শনাক্ত করে সৈয়দ তানভীরুর ও তৌফিককে আটক করা হয়।

গ্রামীণফোন,অবৈধ সিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close