• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কবি মহাদেব সাহা দেশে ফিরে আসতে অস্থির, ব্যাকুল

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৮, ০৯:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

'কবি জীবন এক ধরণের শাস্তি'...অস্থরিতার সাথে এই আক্ষেপ আর বেদনার কথা বললেন কবি মহাদেব সাহা। তিনি এখন কানাডার ক্যালগেরিতে। খুবই অসুস্থ এবং অস্থির। শ্বাসকষ্ট, হার্টের সমস্যাসহ নানান রোগে আক্রান্ত। এই অবস্থায় দীর্ঘ সাড়ে চার বছরের প্রবাস জীবনযাপনে কবি এখন ছটফট করছেন স্বদেশে উড়াল দেয়ার জন্য!

গতকাল সকালে দীর্ঘ কথোপকথনে বলেন- সারা জীবনের সব অর্জন ছেড়ে-ছুঁড়ে, ঘরদোর, বইপত্র, পদক-পুরস্কার কিছু দান করে, ৫৪ বছরের সংসারের চেয়ার-টেবিল-খাট-আলমারী বিক্রি করে ছেলে তীর্থের কাছে সুপার ভিসা নিয়ে ছুটে এসেছিলাম। কিন্তু ভালো লাগছেনা; দুলাল আর এক মুহুর্তও ভাল্লাগছেনা!

সম্পর্কিত খবর

    পরবাস জীবন যে এতো কঠিন, এতো বেদনার তা আগে জানা ছিলোনা! ‘কি সুন্দর অন্ধে’র মতো!

    তিনি অত্যন্ত আবেগঘন এবং হাহাকার কন্ঠে বলেন, আসলে কবি জীবন এক ধরণের শাস্তি। কবি জীবন প্রকৃতির বিরুদ্ধে। প্রকৃতি বাস্তব আর কবিরা কল্পনায় মিথ্যে রচনা করেন।

    আজ আমি এই নির্বাসিত ধুসর জীবন থেকে মুক্তি পেতে চাই, স্বদেশে ফিরে যেতে চাই। কিন্তু আমি মাইকেল মধুসুদন দত্ত নই এবং বিদ্যা সাগরের মতো আমার কোনো বন্ধুও নেই যে, আমার ফিরিয়ে নেয়ার আমন্ত্রণ জানাবেন। আমার আরেক ছেলে সৌদ্ধ ঢাকায় একটা থাকার ব্যবস্থা করলে এবং ফেরত যাবার টিকিট পেলেই চলে যাবো।

    আগামী ৫ আগষ্ট তাঁর ৭৫তম জন্ম দিন। তার আগেই তিনি স্বস্ত্রীক ঢাকায় যেতে যান। শেষ জীবনটা স্বদেশেই কাটাতে চান।

    (প্রবাসী লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলালের ফেসবুক থেকে সংগৃহীত)

    কবি মহাদেব সাহা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close