• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'কাউয়া মুক্ত আওয়ামী লীগ চাই'

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৮
পুর্বপশ্চিম ডেস্ক

ফেসবুকে ভাইরাল হয়েছে 'দাড় কাউয়া মুক্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ চাই' লেখা সম্বলিত একটি বিলবোর্ড। শনিবার বিলবোর্ডটির ছবি ফেসবুকে শেয়ার করে এফ এম শাহীন লেখেন:- দারুণ আইডিয়া--হাহাহাহাহা।

এরপর আনোয়ার হোসেন, বদরুল আলম মজুমদারসহ অনেকেই ছবিটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। ফেসবুকে এমন ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছে 'কাউয়া'।

সম্পর্কিত খবর

    গত বছর সিলেটে আওয়ামী লীগের এক কর্মসূচিতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, 'আওয়ামী লীগে কাউয়া ঢুকে গেছে।'

    এরপর থেকে তার দেয়া উপাধি অনুযায়ী দলে অনুপ্রবেশকারীদের 'কাউয়া' বলে অভিহত করেন দলের ত্যাগী নেতারা। দলের তৃণমূল মনে করে, দলের মধ্যে যেসব অনুপ্রবেশকারী ঢুকে থাকে, এ বিষয়ে সুনির্দিষ্ট জরিপ হওয়া প্রয়োজন।

    'কাউয়া' বলতে যারা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত, বিভিন্ন বাম দল এবং জাতীয় পার্টি থেকে দলে এসে দীর্ঘ দশ বছরে তাদের বিপুল অর্থ ভাণ্ডার তৈরি করেছেন তাদের বোঝানো হয়ে থাকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close