• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'নির্বাচন করা মানে ভোট সুষ্ঠু হবে মেনে নেওয়া নয়'

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১৮:২৭
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া মানে ভোট সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়। আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে তিনি বলেন নির্বাচনে যাচ্ছি সংগ্রামের পদ্ধতিগত অংশ হিসেবে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সেলিম বলেন, নির্বাচনী সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাম জোট। পরিস্থিতি দাবি করলে নির্বাচন বর্জনও করতে পারেন তারা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনো সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এটা একতরফা নির্বাচনের জন্যে সরকারের ফাঁদ বলে মনে হচ্ছে। আর গণতান্ত্রিক বাম জোট সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম। আরও উপস্থিত ছিলেন বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ. আবদুস সাত্তার, হামিদুল হকসহ প্রমুখ।

/আইসা

মুজাহিদুল ইসলাম সেলিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close