• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দেশের মানুষ বুঝলে হবে না, সরকারকে বুঝতে হবে’

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৫:৪১
নিজস্ব প্রদিতবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একদলীয় নির্বাচন এই দেশের রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নয়। এটা বিএনপি কিংবা দেশের মানুষ বুঝলে হবে না। আগে সরকারকে বুঝতে হবে। মানুষকে সংবিধানের দোহাই দিয়ে কখনো দাসত্ব করানো যাবে না।

শুক্রবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করছি। জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করছি।

তিনি বলেন, ইতিহাস বলে পৃথিবীর কোনো স্বৈরাচার স্বেচ্ছায় বিদায় নেয়নি। রক্তপাতের মধ্যদিয়েই বিদায় নিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাকে (খালেদা জিয়া) মুক্তি দিয়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বাধা কোথায়? ২০১৪ সালে একতরফা নির্বাচন করে সরকার কি সংকটের সমাধান করতে পেরেছে? পারেনি। আজও যদি তারা আবার একতরফা নির্বাচন করতে চায়, এই সংকটের কোনো সমাধান হবে না।

তিনি বলেন, সরকার রাজনীতির দাবা খেলায় আটকে গেছে। তারা সামনেও যেতে পারছে না, পেছনেও না।

বিএনপি,সরকার,আওয়ামী লীগ,মঈন খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close