• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হলমার্ক কেলেঙ্কারি: এজাজের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৫:০৩
নিজস্ব প্রতিবেদক

আলোচিত হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত সোনালী ব্যাংকের এজিএম এজাজ আহমেদের ছয় মামলার জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসর্ম্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি শেষে সোমবার (২২ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেত্বত্বে সাত সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী তৌসিফ হোসেন।

পরে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ছয়টি মামলায় আসামি এজাজ আহমদে হাইকোর্ট ইতোপূর্বে জামিন দিয়েছিলেন। আমরা এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন বাতিলের আদেশ দিয়েছেন।

এর আগে ২০১৪ সালে সহযোগী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা ১৪ মামলার চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন-দুদক।

পরে এজাজ আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। সেই মামলায় তাদের বিরুদ্ধে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

/এসএম

হলমার্ক কেলেঙ্কারি,জামিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close