• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সীমান্তে মাইন ব্যবহারের অভিযোগ অস্বীকার বিজিপি’র

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৫:৫২
নিজস্ব প্রতিবেদক

সীমান্তসংলগ্ন এলাকায় গোপনে মাইন বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বসানোর অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বিজিবি সদর দফতর পিলখানায় গেলো ৯ জুলাই থেকে শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং মিয়ানমার সীমান্ত রক্ষী পুলিশ-বিজিপির সীমান্ত সম্মেলন। পাঁচদিনের সম্মেলন শেষে বৃহস্পতিবার (১২ জুলাই) আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলন।

দীর্ঘদিন ধরে সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী প্রাণঘাতী মাইন ব্যবহার করছে- এমন অভিযোগ স্থানীয় বাংলাদেশিদের। সংবাদমাধ্যমের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে মাইন পোঁতার কথা মিয়ানমার অস্বীকার করে বলে জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক।

তিনি বলেন, সীমান্তে মাইন এবং আইডির বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে, তারা কখনো মাইন বা আইইডি ব্যবহার করে না। এরপরেও মাইন দেখা গেলে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করবো।

এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বিষয়ে প্রশ্ন করা হলে, এ বিষয়ে কথা বলতে আপত্তি জানান মিয়ানমার প্রতিনিধি দলের প্রধান পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান। পরে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান জানান, বিষয়টি আলোচ্য সূচিতে ছিল না।

/অ-ভি

সীমান্ত,মাইন,বিজিপি,বিজিবি,অভিযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close