• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পানামার তালিকায় ৮৭ বাংলাদেশির নাম

অর্থ পাচার: দেখার কেউ নেই !

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৪
নিজস্ব প্রতিবেদক

একের পর এক অর্থ পাচারের ঘটনা ঘটলেও কোন প্রতিকার নেই, অবস্থাদৃশ্যে মনে হয় যেন দেখার কেউ নেই। অর্থ পাচার ঘটনায় প্যারাডাইস, পানামাসহ বিভিন্ন তালিকায় ৮৭ বাংলাদেশি নাগরিকের নাম এসেছে। কিন্তু দুদক বা বাংলাদেশ ব্যাংক কেউই কোন ব্যাবস্থা গ্রহণ করেনি।

বাংলাদেশ ব্যাংক বলছে, বিভিন্ন সময়ে এ বিষয়ে পাওয়া তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তারা জানিয়েছে। সেসব তথ্যের সূত্র ধরে ব্যবস্থা নেয়ার দায়িত্ব মূলত দুদকের। আর দুদক বলছে, তারা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।

সম্পর্কিত খবর

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিকদের জোট দ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)প্রকাশিত ‘প্যারাডাইস পেপারস’-এর সর্বশেষ তালিকায় ২০ বাংলাদেশির নাম এসেছে। তারা দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায় অফশোর কোম্পানি খুলেছেন। এসব কোম্পানি খুলে তারা সেখানে কী ব্যবসা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য অবশ্য আইসিআইজে প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, অর্থ পাচারের জন্যই মূলত এসব কোম্পানি খোলা হয়।

    এখন পর্যন্ত তিনটি তালিকায় মোট ৮৭ জন বাংলাদেশির নাম এসেছে। ২০১৭ সালের জানুয়ারিতে প্রকাশিত পানামা পেপারসে ২৪ জন বাংলাদেশির নাম এসেছিল। এরপর অফশোর লিকসে ছিল ৩২ জনের নাম। এরপর সর্বশেষ গত বছরের নভেম্বরে বের হয় ‘প্যারাডাইস পেপারস’ নামে নতুন কেলেঙ্কারি। তখন প্রকাশিত হয়েছিল ১১ ব্যক্তির নাম। এরপর প্যারাডাইস পেপারসের মাল্টা কেলেঙ্কারির অংশ হিসেবে পাওয়া যায় ২০ জনের নাম।

    বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজী হাসান সংবাদমাধ্যমকে বলেন, যেসব বাংলাদেশি নাগরিকের নাম এসেছে, তাদের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়েছে। এ জন্য বিএফআইইউ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়েছে। সম্প্রতি যেসব নাম এসেছে, সেগুলোর বিষয়ে তদন্ত করে তথ্য দুদকের কাছে পাঠানো হবে। আবু হেনা মো. রাজী হাসান আরও বলেন, এসব নাগরিকের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে, সেই এখতিয়ার দুদকের।

    এসব বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ব্যক্তির নাম দুদকের নজরে এসেছে, এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

    /আজাদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close