• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় খুশি মাশরাফি!

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৫ | আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২১:৩৯
স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবে এ নিয়ে অস্তুষ্ট নন অধিনায়ক মাশরাফি বরং তিনি দলের এই ব্যাটিং ব্যর্থতায় খুশি হয়েছেন!

মঙ্গলবার (২৩ অক্টোবর) চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই পরিস্থিতি যদি তৈরি না হতো, তাহলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ত না। অনেক সময় টপঅর্ডাররা রান পেলে নিচের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হয়। এবার নিচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় সেখান থেকে ফিরে আসতে পেরেছি। ভবিষ্যতে সাফল্য পেতে এটা আমাদের সাহায্য করবে। তাই আমার দিক থেকে বলব, আমি খুশিই হয়েছি।’

দ্বিতীয় ওয়ানডেতে চট্টগ্রামে কাল আবার মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে কোনো পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। ফজলে রাব্বিকে একাদশে নেওয়া হয়েছিল। আরো ক্রিকেটার আছেন, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক ও আবু হায়দার রানি। তবে আমাদের হাতে এখনো ২৪ ঘণ্টা আছে। এখন বলা যাচ্ছে না, কাকে নেওয়া হবে। দু-একজনকে সুযোগ দেওয়া যায় কি না, সেটা দেখা হবে।’

প্রসঙ্গত, তিনি ম্যাচের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছে। বুধবার চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডে হবে আগামী শনিবার। এরপর সিলেটে প্রথম টেস্ট হবে ৩ থেকে ৭ নভেম্বর। আর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ থেকে ১৫ নভেম্বর।

/রবিউল

জিম্বাবুয়ে,বাংলাদেশ,মাশরাফি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close