• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক তথ্য দিলেই কঠোরভাবে দমন’

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৩৪ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৩৮
নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা। পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কোনও বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তার কঠোরভাবে দমন করা হবে।

সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর বনানীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান র‍্যাবের মহাপরিচালক।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ফোর্স। যে জায়গাতে আমাদের কার্যক্রম রয়েছে সেসব এলাকার পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় নিয়ে এসেছি। পূজার সার্বিক নিরাপত্তার দিকে আমরা দৃষ্টি রাখছি। পাশাপাশি আমরা গোয়েন্দা নজরদারিতে রাখছি।

কোথাও যাতে কোনো জঙ্গি হামলার মতো ঘটনা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান বেনজীর।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো অপশক্তি যেন কোনো ধরনের উস্কানিমূলক তথ্য পরিবেশন, সোশ্যাল মিডিয়াতে বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট কিংবা আমাদের সামাজিক শৃঙ্খলা নষ্ট করার অপপ্রয়াস করতে না পারে, সেজন্য র‌্যাব ফোর্স সর্তক রয়েছে।

আমি দেশবাসীকে অনুরোধ করছি কোথাও কোনো উস্কানিকমূলক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আপনারা কোনো ধরনের মিথ্যা, গুজব উস্কানিমূলক প্রোপাগান্ডাতে বিভ্রান্ত হবেন না।

বেনজীর আহমেদ,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,দুর্গা পূজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close